জয়পুর, ২২ অগাস্টঃ ট্রেনের শৌচালয়ের মধ্যে হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তরুণ যাত্রীর। খাজুরাও-উদয়পুর এক্সপ্রেস ট্রেনের শৌচালয়ে যুবকের আচমকা মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। ২২ অগাস্ট, সোমবার খাজুরাও এক্সপ্রেসে চেপে রামেশ্বরম থেকে চিত্তরগড় ফিরছিলেন ওই যুবক এবং তাঁর পরিবার। চিত্তরগড় রেল পুলিশ সূত্রে জানা গিয়েছেন, ট্রেনের শৌচালয়ে যাওয়ার পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যাত্রীর।
রাজস্থান (Rajasthan) চিত্তরগড় নিবাসী মৃত যুবকের নাম অক্ষয়। বাড়ি রাজস্থান চিত্তরগড়ে। পরিবারের সঙ্গে রামেশ্বরমে একটি ধার্মিক অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন বাড়ি ফিরছিলেন অক্ষয়। রেল কর্তৃপক্ষ জানান, ট্রেনের মধ্যে অসুস্থ হওয়ায় ট্রেন থামিয়ে তাঁকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তারুণকে মৃত বলে জানিয়ে দেন।
পুলিশ আরও জানায়, আগামী মাসেই সর্বিয়ায় ডাক্তারি পড়তে যাওয়ার কথা ছিল অক্ষয়ের। পড়াশোনার পাশাপাশি তিনি একটি সোশ্যাল গ্রুপের সদস্য ছিলেন। সেই দলেরই একটি অনুষ্ঠানে সপরিবারে যোগ দিতে রামেশ্বরম গিয়েছিলেন মৃত যুবক। ফেরার পথে খাজুরাও-উদয়পুর এক্সপ্রেস ট্রেনে ঘটল অঘটন।