স্পাইস জেট পাইলটের সেই গাড়ি (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৪ জুন: বাইকার গ্যাংয়ের পাল্লায় পড়ে সব খোয়ালেন স্পাইস জেটের পাইলট (SpiceJet pilot)। তাঁকে গান পয়েন্টে রেখে সবকিছু নিয়ে গেল ডাকাতের দল। বুধবার কাকভোরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আইআইটি দিল্লি ফ্লাইওভারের কাছে। আক্রান্ত স্পাইস জেট পাইলটের নাম যুবরাজ সিং টিউয়াটিয়া। গাড়ি থামিয়ে লুট করার পর পাইলটের উপরে হামলাও চালায় বাইকার গ্যাং। এনিয়ে দিল্লি থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে। ওই পাইলট স্পাইস জেটের মারুতি সুজুকি চেপে ফরিদাবাদের বাড়ি থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে যাচ্ছিলেন। রাত একটা নাগাদ ওই বাইকার গ্যাঙের কবলে পড়েন তিনি। রাস্তা আটকে গাড়ি চালককে থামতে বাধ্য করা হয়।

বাইকার গ্যাংয়ের মধ্য থেকে ২ জন গাড়ির কাচ ভেঙে পাইলটের দিকে বন্দুক তাক করে। একজন ছুরি ধরে তাঁর উরুতে। মানিব্যাগে থাকা ১০ হাজার টাকা নেওয়ার পর ছুরি দিয়ে উরুকে রক্তাক্ত করে। এই প্রসহ্গে দক্ষিণ পশ্চিম দিল্লির ডিসিপি দেবেন্দ্র আর্য জানান, ইতিমধ্যেই কিষাণগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত পাইলট। এখন অকুস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা চলছে। ওই ফুটেজ থেকে যত তাড়াতাড়ি সম্ভব বাইকার গ্যাংকে চিহ্নিত করে তল্লাশি শুরু হবে। আরও পড়ুন-George Floyd Protests: মার্কিন মুলুকে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে নয়া মোড়, কাপড়ে মুড়ল ভারতীয় দূতাবাস লাগোয়া গান্ধীমূর্তি

বুধবার ভোর তিনটের ফ্লাইট আক্রান্ত পাইলটের ডিউটি শিডিউলে ছিল। দিল্লি আইআইটি ফ্লাইওভার এলাকায় নিরাপত্তার অভাব রয়েছে। সেখানে টহলদার পুলিশ খুব একটা দেখা যায় না। তাই মাঝে মাঝেই ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। রাত বাড়লে নিত্যযাত্রীরা এই পথ পেরোতে রীতিমতো আতঙ্কে থাকেন।