ক্রমশ অশান্ত হয়ে উঠছে মণিপুরের ইম্ফল (Imphal)। আগামী ৫ দিনের জন্য পাঁচ জেলায় বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা। জারি রয়েছে কার্ফু। পুলিশসূত্রে খবর, পশ্চিম ইম্ফলের পরিস্থিতি সবথেকে ভয়াবহ রয়েছে। বুধবারও কয়েক দফা সংঘাত হয়েছে জনতা ও নিরাপত্তা বাহিনীদের মধ্যে। প্রতিবাদীদের মধ্যে অনেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলেও জানা গিয়েছে। এছাড়া হামলাকারীরা ইট. পাথর দিয়েও হামলা করেছে বলে দাবি করা হয়েছে। আর তাতেই কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। অন্যদিকে পুলিশকর্মীরাও কাঁদানে গ্যাসের সেল ছুড়েছেন বলে জানা গিয়েছে। হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, পূর্ব ইম্ফলে বুধবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। কাকচিং, বিষ্ণুপুরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। শান্তিপূর্ণ মিছিল বেরিয়েছিল। কিন্তু পশ্চিম ইম্ফলে সিংগামারি পুলিশ থানা এলাকা, কাকোয়া বাজার, উরিপোক সহ একাধিক এলাকায় চরম অশান্তি ছড়িয়েছিল। পুলিশের ওপর দফায় দফায় হামলা চালানো হয়। প্রতিবাদীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে বেরিয়েছিল। বর্তমানে পরিস্থিতি কিছু জায়গায় নিয়ন্ত্রণে রয়েছে।
#WATCH | Imphal, Manipur: IGP Intelligence K Kabib says, "State Police in maintaining law and order. In the last 24 hours, there were many protests reported in the valley. In many protests in Imphal East, Bishnupur, Kakching and Imphal West, the rallies took place… pic.twitter.com/xzaoqA5H5s
— ANI (@ANI) September 11, 2024