ভোটের আবহে অশান্ত ধূপগুড়ি (Dhupguri)। জানা যাচ্ছে সম্প্রতি জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকায় তিনটি মন্দিরের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতি। একটি দূর্গা মন্দির, একটি গ্রহ মহারাজের মন্দির সহ মোট তিনটি মন্দিরে ভাঙচুড় করা হয়। ভেঙে ফেলা হয় বিগ্রহ। যা নিয়ে কার্যত বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। রবিবার দিনভর ধরে ধূপগুড়ির বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে প্রতিবাদীরা। টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় জাতীয় সড়ক। এমনকী ট্রেন লাইন আটকে রেখেও প্রতিবাদ জানান স্থানীয় মানুষজন।

এই ঘটনাটি নিয়ে আসরে নেমেছে রাজনৈতিক দলও। বিশেষ করে বিজেপি এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। তাঁদের দাবি, স্থানীয় প্রশাসনের উদাসীনতার অভাবেই এই ধরণের ঘটনা ঘটেছে। এমনকী গত কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভের রোষে আক্রান্ত হয়েছে তিন পুলিশকর্মীও। সূত্রের খবর, মোরাঙ্গা এলাকায় পুলিশ ও প্রতিবাদীদের মধ্যে খণ্ডযুদ্ধ হয়েছিল। আর তাতেই পাথরবৃষ্টিতে আহত হন তিন পুলিশকর্মী। সকলেই ভর্তি স্থানীয় হাসপাতালে। এদিকে, অশান্তি থামাতে ধূপগুড়িতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। একাধিক প্রতিবাদীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, মন্দিরে হামলাকারীদের মধ্যে গ্রেফতার তো দূরে থাক, কাউকে এখনও পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ। ফলে বিজেপি এবং বিক্ষুব্ধদের পক্ষ থেকে হামলাকারীদের গ্রেফতারির দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ১৭ মে কলেজ চত্বরের তিন মন্দিরে হামলা চালায় একদল দুষ্কৃতি। যদিও তাঁরা কী কারণে হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। সবমিলিয়ে ভোটের মধ্যে এই ঘটনা কার্যত উত্তপ্ত করেছে রাজ্য রাজনীতি।