মুম্বই, ৩ জুনঃ বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা আমলা দম্পতির কন্যার। সোমবার ভোরবেলা মুম্বইয়ের রাজ্য সচিবালয়ের কাছে একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বছর সাতাশের ওই তরুণী। তাঁর ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট।
মুম্বই পুলিশ (Mumbai Police) সূত্রে খবর, সোমবার ভোররাতে ৪টে নাগাদ বহুতল আবাসনের দশম তলা থেকে লাফ দেন সিনিয়র আমলা দম্পতি রাধিকা রাস্তোগির এবং বিকাশ রাস্তোগির মেয়ে লিপি রাস্তোগি। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হল না। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তাঁর। আমলা কন্যার অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রজু করেছে পুলিশ। বছর ২৭-এর তরুণীর এমন চরম পদক্ষেপ নেওয়ার পিছনে কী কারণ রয়েছে তা খুঁজে বের করতে তল্লাশি শুরু করেছে মুম্বই পুলিশ।
জানা যাচ্ছে, মৃত তরুণী লিপি রাস্তোগি আইনের ছাত্রী ছিলেন। হরিয়ানার একটি ল কলেজ থেকে এলএলবি (LLB) পড়ছিলেন তিনি। তাঁর বাবা বিকাশ রাস্তোগি মহারাষ্ট্র শিক্ষা বিভাগের প্রধান সচিব। মা রাধিকা রাস্তোগি রাজ্যের (Maharashtra) স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব। সূত্রের খবর, পরীক্ষার ফল নিয়ে বেশ কিছুদিন যাবত উদ্বিগ্ন ছিলেন লিপি। সেই কারণে অবসাদ থেকে আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না মুম্বই পুলিশ।