ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টির জন্য আইন সহ একাধিক দাবি নিয়েই ফের আন্দোলনে নেমেছে কৃষকরা। আগামিকাল মঙ্গলবার দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে কৃষকরা (Farmers)। ১৩ ফেব্রুয়ারি দিল্লি চলো অভিযানে রাজধানীতে ২০০টিরও বেশি কৃষক সংগঠনের বিক্ষোভ মিছিলের কথা রয়েছে। তার আগেই আজ দিল্লি জুড়ে ১৪৪ ধারা (Section 144) জারি করা হলো। আজ থেকে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি থাকবে।
আরও পড়ুন: Sandeshkhali : বিক্ষোভ রুখতে সন্দেশখালির পর হিঙ্গলগঞ্জেও বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা
সোমবার দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরার (Delhi Police Commissioner Sanjay Arora) জারি করা আদেশে, কোনও ধরণের সমাবেশ, মিছিল এবং রাস্তা, প্যাসেজ অবরোধ করা নিষিদ্ধ করা হয়েছে।