বেঙ্গালুরু, ৩ জুনঃ কেবল এক দিনের বৃষ্টি গত ১৩৩ বছরের রেকর্ড ভাঙল। রবিবার মুশলধারে বৃষ্টিতে ভিজেছে বেঙ্গালুরু (Bengaluru Rain)। মাস দুই আগেই তীব্র জল যন্ত্রণায় ভুগছিল কর্ণাটকের (Karnataka) রাজধানী শহর। ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হচ্ছিল প্রত্যন্ত এলাকাগুলোতে। জল অপচয় করলে জরিমানার ঘোষণাও করেছিল সিদ্দারামাইয়া সরকার। তবে জুন মাসের শুরুতেই বদলে গেল সেই চিত্র। ২ জুন রবিবার রেকর্ড ভাঙা বৃষ্টিতে ভিজল ভারতের 'সিলিকন ভ্যালি'। বিগত ১৩৩ বছরে জুন মাসে শহরে এমন বৃষ্টিপাত আগে কখনও হয়নি। মৌসুম ভবন সূত্রে খবর, বরিবার, ২ জুন বেঙ্গালুরুতে কেবল একদিনেই ১১১.১ মিমি বৃষ্টি হয়েছে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কর্ণাটকে সক্রিয় হওয়ায় এমন মাত্রাছাড়া বৃষ্টি হচ্ছে বেঙ্গালুরুতে (Bengaluru Rain)। শেষবার ১৮৯১ সালের ১৬ জুন শহরে প্রবল বৃষ্টিপাত হয়েছিল। যার মাত্রা ছিল ১০১.৬ মিমি। রবিবারের বৃষ্টি ১৩৩ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আরও দুদিন বৃষ্টিপাত জারি থাকবে শহরে। কোথাও কোথায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সকর্তকা জারি করে জানানো হয়েছে, ৫ জুন পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১-৩২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০-২১ ডিগ্রির মধ্যে। ভারী বৃষ্টিপাতের জেরে শহরের বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন হয়ে রয়েছে। এরপর ৮ এবং ৯ জুন ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাষ দেওয়া হয়েছে।