যোধপুর: পরিবারের চার সদস্যকে খুন করে তাঁদের মৃতদেহ বাড়ির জলের ট্যাঙ্কে পুঁতে দিয়ে (Dumps Bodies in Water Tank) আত্মঘাতী (suicide) হল এক নেশাড়ু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) যোধপুর (Jodhpur) জেলার লোহাওয়াত (Lohawat) এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সবসময় মদ (alcohol) ও গাঁজা (opium) খেয়ে থাকত। তাই নিয়ে মাঝে মাঝেই অশান্তি হত বাড়িতে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ব্যক্তির বাবা বাড়ি থেকে ১০০ মিটার দূরে অবস্থিত একটি কৃষিফার্মে ঘুমোচ্ছিলেন। সেইসময় তাঁকে ছুরি দিয়ে খুন করে ওই নেশাড়ু। সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে ঘুমন্ত অবস্থায় থাকা তার মা ও দুই ছেলেকে খুন করে। পরে সবার মৃতদেহ নিয়ে এসে বাড়ির জলের ট্যাঙ্কে পুঁতে দিয়ে এক আত্মীয়ের বাড়ি পালিয়ে যায়। সেখানে যাওয়ার পর ওই আত্মীয়ের বাড়ির জলের ট্যাঙ্ক (Water tank) ঝাঁপ (Jumped) দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাবা-মা ও দুই ছেলেকে খুন করলেও বাড়ির অন্য ঘরে ঘুমিয়ে থাকা স্ত্রী ও ভাইয়ের পরিবারের সদস্যদের কিছু করেনি ওই নেশাড়ু। ইতিমধ্যেই এই বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তি কেন এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড চালাল তার খোঁজ করা হচ্ছে।