নয়াদিল্লিঃ স্কুলের (School) মধ্যে ছাত্রীর হোয়াটসঅ্যাপ (WhatsApp) ও ফোনের গ্যালারি ঘাঁটার অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগে ওই শিক্ষককে বরখাস্ত করল শিক্ষা দফতর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের পিএম শ্রী মহাত্মা গান্ধী গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুলে। জানা গিয়েছে, ওই স্কুলের এক একাদশ শ্রেণির ছাত্রী স্কুলে মোবাইল ফোন নিয়ে আসে। তা জানাজানি হতেই তার ফোন বাজেয়াপ্ত করেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শাকিল আহমেদ । এরপর ছাত্রীকে ফোন আনলক করতে বলা হয়। এরপর ফোনের গ্যালারি ও হোয়াটসঅ্যাপ ভাল করে ঘেঁটে দেখেন তিনি। এমনকী এখানেই শেষ নয়। ক্লাসে ওই ছাত্রী সে পুরুষ বন্ধুর সঙ্গে বসে তার সঙ্গে কোনও সম্পর্ক রয়েছে কিনা তাও জানতে চান শিক্ষক। বাড়ি গিয়ে গোটা ঘটনাটি জানাতেই স্কুলে আসেন ছাত্রীর বাবা-মা। গোটা ঘটনার প্রতিবাদ জানান তাঁরা। পাশাপাশি ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা দফতরেও অভিযোগ জানানো হয়। এরপর গোটা বিষয়টির তদন্ত করে গোপনীয়তা লঙ্ঘনের অপরাধে তাঁকে বরখাস্ত করা হয়। যদিও ওই শিক্ষকের সাফাই, ক্লাসে বসে ছাত্রী রিলস বানাচ্ছিল কিনা তাই ঘেঁটে দেখছিলেন তিনি।
ছাত্রীর হোয়াটসঅ্যাপ ও গ্যালারিতে উঁকি, বরখাস্ত স্কুল শিক্ষক
Rajasthan School Principal Suspended For Checking Girl's WhatsApp, Gallery https://t.co/fXFJ3o5yd2 pic.twitter.com/AbZHcJROkM
— NDTV News feed (@ndtvfeed) October 26, 2025