প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

জয়পুর, ২৩ মার্চঃ বৃদ্ধ বাবাকে খুন করার অভিযোগ উঠল খোদ ছেলের বিরুদ্ধে। খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে বাবার দেহ ছেলে পুঁতে দিলেন বাড়ির উঠোনেই। খুনের ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। বাবার সঙ্গে তুমুল অশান্তি বাধে ছেলের। রাগের মাথায় দিগ্বিদিক শূন্য হয়ে ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধের মাথায় আঘাত করে ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ষাটের রাজেং বারান্দার। রাজস্থানের (Rajasthan) দুঙ্গারপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, বাবাকে খুনের পর দেহ বাড়ির উঠোনে পুঁতে দেন চুন্নি লাল। মৃত বৃদ্ধের চার ছেলে। প্রকাশ, দীনেশ, পাপ্পু এবং চুন্নি লাল। প্রকাশ মায়ের সঙ্গে আহমেদাবাদে থাকেন। দীনেশ এবং পাপ্পু দুঙ্গারপুরের বলওয়ারাতেই থাকতেন কিন্তু চুন্নি লালের সঙ্গে আলাদা বাড়িতে থাকতেন বৃদ্ধ বাবা। এদিকে দুদিন ধরে বাবাকে না দেখতে পাওায় দুশ্চিন্তা শুরু হয় দীনেশ এবং পাপ্পুর। তাঁরা খবর দেন প্রকাশকে। এরপর মাকে সঙ্গে নিয়ে আহমেদাবাদ থেকে গ্রামের বাড়িতে আসেন প্রকাশ। মুখোমুখি হন চুন্নি লালের।

বাবার নিখোঁজ হওয়ার বিষয়ে চুন্নি কিছু জানেন কি না জিজ্ঞাসা করেন বাকি ভাইয়েরা। মিথ্যের জাল বোনা শুরু করলেও শেষমেশ স্বীকারোক্তিতে অভিযুক্ত জানান, তিনি বৃদ্ধ বাবাকে খুন করে দেহ উঠোনে পুঁতে দিয়েছেন। সঙ্গে সঙ্গে পরিবার পুলিশে খবর দেয়। পুলিশ এসে উঠোন খুঁড়ে দেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্যে মৃতদেহ পাঠানো হয়েছে জেলা হাসপাতালে। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত চুন্নি লালকে। ভারতীয় দণ্ডবিধির অধীনে ৩০২ ধারায় (খুন) মামলা রজু করা হয়েছে।