সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধীর (Rahul Gandhi)। মোদী পদবী মামলায় (Modi Surname Case) গত মে মাসে রাহুলকে দোষী সাব্যস্ত করেছিল সুরাত আদালত। বাতিল হয়েছিল তাঁর সাংসদ পদ। তবে গত শুক্রবার সুরাত আদালতের রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তারপর থেকে সনিয়া পুত্রের লোকসভায় ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে সোমবারই লোকসভা সেক্রেটারিয়েটরের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়ানড়ের (Wayanad) সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে রাহুল গান্ধীকে। এই ঘোষণার পর থেকেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন কংগ্রেসের দলীয় সদস্যরা।
রাহুল গান্ধীর বাসভবন ১০ জনপথ রোডে পোস্টার হাতে ঢাকঢোল পিটিয়ে নাচগান শুরু করেছে কংগ্রেস কর্মী সমর্থকরা।
দেখুন ভিডিয়ো...
#WATCH | Celebrations underway outside 10 Janpath in Delhi as Lok Sabha Secretariat restores Lok Sabha membership of party leader Rahul Gandhi pic.twitter.com/piqBayhKWS
— ANI (@ANI) August 7, 2023
তবে কেবল কংগ্রেসের (Congress) মধ্যেই সীমাবদ্ধ নেই এই উচ্ছ্বাস। রাহুল গান্ধীর সংসদ পদ ফিরে পাওয়ার খুশির ঢেউয়ে ভেসেছে বিরোধী জোট 'ইন্ডিয়া'ও (I.N.D.I.A)। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে এই আনন্দ উদযাপন করলেন ইন্ডিয়া জোটের সাংসদেরা। জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে (Mallikarjun Kharge) নিজের হাতে মিষ্টি খাওয়ালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।
মিষ্টিমুখ...
#WATCH | I.N.D.I.A alliance leaders celebrate following restoration of Lok Sabha membership of Congress leader Rahul Gandhi.
(Source: AICC) pic.twitter.com/vaVwBcreYM
— ANI (@ANI) August 7, 2023