বুধবার সকাল থেকেই উত্তপ্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। অবৈধ নির্মান ঘিরে ধুন্ধুমার অবস্থা সিমলায়। প্রতিবাদীদের দাবি এলাকা অবৈধ নির্মানের পাশাপাশি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ভিনরাজ্য হয়ে ঢুকে পড়ছে হিমাচলে। আর সেই নিয়ে সকাল থেকেই প্রতিবাদ চলছে শহরের বিভিন্ন প্রান্তে। তাঁদের ঠেকাতে চলল জলকামান এবং লাঠিচার্জ। এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতারাতি হিমাচল প্রদেশের বিভিন্ন প্রান্তে অচেনা লোক ঢুকে পড়ছে। তাঁরা এসে থাকার জায়গা, কাজ সবই পেয়ে যাচ্ছে। এদিকে আমরা যারা এখানকার আদি বাসিন্দা তাঁরাই কোনও কিছুর সুযোগ সুবিধা পাচ্ছি না। অন্যদিকে অনুপ্রবেশকারীদের জন্য আমাদের মহিলারা অসুরক্ষিত হয়ে পড়ছেন। এখানে হামেশাই কোনও না কোনও ঘটনা ঘটে চলেছে।

যদিও এই ইস্যুতে স্থানীয় প্রশাসনের দাবি, রাজ্যে কোনও অনুপ্রবেশকারীরা ঢুকছে না। এই ঝামেলা ইচ্ছাকৃত করা হচ্ছে। বিজেপির মদতে শান্ত হিমাচল প্রদেশকে অশান্ত করা হচ্ছে। অন্যদিকেে বিজেপি সাংসদ হিমাংশু ত্রিবেদীর বক্তব্য, রাহুল গান্ধী কয়েকদিন আগেই অভিযোগ করছিল বিজেপিকে তাঁরা ভয় পায় না। তাহলে হিমাচল প্রদেশে কাকে তাঁরা ভয় পাচ্ছেন। কেন তাঁদের সরকার হিমাচলে হিংসা থামাতে ব্যর্থ হচ্ছে। সিমলার সৌন্দর্য যেখানে পর্যটকদের অন্যতম আকর্ষণের বিষয়, সেখানে আজ লাঠিচার্জ হচ্ছে, জলকামানের ব্যবহার হচ্ছে। সেখানকার বাসিন্দারা এসবের অভ্যস্ত নয়।