Narendra Modi at Bharat Mandapam, Pragati Maidan (Phoro Credits: ANI)

একদিকে সংসদের অধিবেশিনে মণিপুর (Manipur) প্রসঙ্গে প্রধানমন্ত্রীর থেকে বিবৃতির দাবি করে সংসদ ভবনের ভিতরে এবং বাইরে অচলাবস্থা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন সম্মিলিত বিরোধী জোটি 'ইন্ডিয়া' (I.N.D.IA)। মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো এবং অগ্নিগর্ভ মণিপুরকে (Manipur Violence) শান্ত করতে কেন প্রধানমন্ত্রী নীরব রয়েছেন সেই জবাবে সংসদ ভবনের বাইরে ধর্নায় বসেছেন বিরোধী জোট।

অন্যদিকে এই সমস্ত কিছুই যেন চোখ এড়িয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর (Narendra Modi)। মণিপুরকে দূরে রেখেই নিজের অন্যান্য কর্মসূচিতে মন দিয়েছেন প্রধানমন্ত্রী। কখনও গুজরাতের আনুষ্ঠানিক এবং সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করতে পৌঁছে যাচ্ছেন।  আবার কখনও দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপে অখিল ভারতীয় শিক্ষা সমাগম উদ্বোধন করতে দেখা যাচ্ছে তাঁকে। শনিবার এই 'সমগাম' জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০-এর তৃতীয় বার্ষিকীর সঙ্গে একসঙ্গে পালিত হতে চলেছে।

ভারত মণ্ডপে মোদী... 

এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে ভারত মন্ডপম প্রগতি ময়দানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। জাতীয় শিক্ষা নীতি ২০২০-র (National Education Policy 2020) তিন বছর পূর্তি উপলক্ষে সর্বভারতীয় শিক্ষা সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।