ব্রাজিল সফরে মোদী (ছবিঃANI)

নয়াদিল্লিঃ বুয়েনস আইরেসের সফর শেষে ব্রাজিলের (Brazil)উদ্দেশে রওনা দিয়েছিলেন। রবিবার, ভারতীয় সময় ভোররাতে ব্রাজিলের মাটিতে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi )। ৬ এবং ৭ জুলাই ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে বসছে 'ব্রিকস সম্মেলন'-এর আসর। এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতেই ব্রাজিলের পৌঁছেছেন প্রধানমন্ত্রী। এদিন ব্রাজিলে পৌঁছেই উষ্ণ অভ্যর্থনা পান মোদী। বিমানবন্দরেই মোদীকে স্বাগত জানানো হয়। সেখানে পৌঁছেই প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন নমো। তিরঙ্গা হাতে ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। একগাল হাসি নিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন মোদী।

ব্রাজিলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এরপর প্রধানমন্ত্রীর জন্য তাঁদের তরফে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতেও যোগ দেন মোদী। গান, নাচ ইত্যাদির মাধ্যমে জমে ওঠে আসর। উল্লেখ্য, মূলত ‘ব্রিক্‌স’ সম্মেলনে যোগ দিতেই ব্রাজিলে পৌঁছেছেন মোদী। ‘ব্রিক্‌স’-এর প্রাথমিক সদস্য রাষ্ট্রগুলির মধ্যে রয়েছে ভারত, ব্রাজিল, চিন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা। পরে আরও পাঁচটি দেশ ইরান, আরব, ইন্দোনেশিয়া, মিশর ও ইথিয়োপিয়া এই আন্তর্জাতিক জোটে যুক্ত হয়। তবে এবারের সম্মেলনে উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং । দুই দেশই এবারের আসরে তাদের প্রতিনিধিদের পাঠাচ্ছে।

ব্রাজিলে পা দিয়েই উষ্ণ অভ্যর্থনা পেলেন মোদী

  মোদীর জন্য  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন