Narendra Modi. File Photo, Photo Credits: ANI

হুব্বালি: জাতীয় যুব দিবসের দিন (National Youth Day) ভারতকে (India) যুবশক্তিই (Yuva Shakti) চালনা করছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তাঁদের উচ্চাক্ষাঙ্খা (Aspirations) দেশের নিয়তি (destination) ঠিক করবে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিনে (Birth Anniversary) তাঁকে শ্রদ্ধা জানিয়ে কর্নাটকের (Karnataka) হুব্বালির (Hubballi) জনসভায় বক্তব্য শুরু করেন নরেন্দ্র মোদি। বলেন, স্বামী বিবেকানন্দের ভারত ভ্রমণ ছিল এই মহান ভূখণ্ডের একাত্মরূপের দর্শন ও চেতনাকে অনুভব করার চেষ্টা। যা শতক পর শতকের ধরে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতের এই আত্মিক শক্তিই, 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-র একটা জ্বলন্ত উদাহরণ।

এপ্রসঙ্গে তিনি বলেন, স্বামী বিবেকানন্দের সঙ্গে কর্নাটকের অদ্ভুত একটা সম্পর্ক ছিল। তিনি অনেকবার কর্নাটক ও এই অঞ্চলে এসেছেন। স্বামীজীর বিদেশ ভ্রমণের সময় মাইসোরের মহারাজাও তাঁকে সাহায্য করেছিলেন। তাঁর ভারত ভ্রমণও ছিল আমাদের দেশের শতকের পর শতক ধরে থাকা এক আত্মার সঙ্গে পরিচয়ের চেষ্টা। গোটা দেশই নিজেদের এক মনে করে।

বৃহস্পতিবার কর্নাটকের হুব্বালিতে ২৬তম জাতীয় যুব উৎসব ২০২৩-এর সূচনা করেন প্রধানমন্ত্রী। তারপর বিবেকানন্দকে প্রণাম জানিয়ে উল্লেখ করেন, সেই সময়ের মতো আজও যুবশক্তিই ভারতের চালিকাশক্তি, তাঁদের উচ্চাক্ষাঙ্খাই দেশের নিয়তি ঠিক করবে। নরেন্দ্র মোদি বলেন, "যুবশক্তিই ভারতের এগিয়ে যাওয়ার চালিকাশক্তি (driving force)। আগামী ২৫ বছর দেশকে তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যুব সম্প্রদায়ের স্বপ্নই ভারত কোনদিকে যাবে তা ঠিক করবে। তাদের উচ্চাক্ষাঙ্খা দেশের নিয়তি নির্ধারণ করবে। যুবশক্তির প্যাশন (Passion) ঠিক করবে ভারতের শক্তি (Power)।"