PM Modi Congratulates Sushila Karki: নেপালের ব্যাপক অশান্তি ও হাঙ্গামার মাঝে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সুশীলা কারকি (PM Sushila Karki)। নেপাল (Nepal) পেল দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে। নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি-কে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী এক এক্স বার্তায় লিখলেন,"নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য সুশীলা কারকি জিকে আন্তরিক অভিনন্দন। নেপালের ভাই-বোনদের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারত সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।"
গত মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কেপি শর্মা ওলি
কয়েক ঘণ্টার উত্তাল, অশান্ত, হিংসাত্মক আন্দোলনের পর নেপালের কেপি শর্মা ওলির সরকারের পতন ঘটিয়েছে দেশের তরুণ প্রজন্ম। ফেসবুক, গুগল নিষেধাজ্ঞার প্রতিবাদ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ওলিকে পদত্যাগে বাধ্য করিয়েছে। তার জন্য ঝরেছে ২০টি তরতাজা প্রাণ। প্রধানমন্ত্রী ওলি ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পরেও অবশ্য নেপালে আন্দোলনকারী-রা হিংসা থামাননি। দেশের সংসদ ভবন, প্রধানমন্ত্রীর অফিস, সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি নেপালের পর্যটনের স্তম্ভ বিভিন্ন বড় হোটেলও ধ্বংস করে। এমন কঠিন সময়ে নেপালের সেনা দেশের প্রধানমন্ত্রী পদে বসাল সুশীলা কারকি-কে।
দেখুন খবরটি
PM Narendra Modi tweets, "Heartfelt congratulations to Sushila Karki ji on assuming the office of Prime Minister of Nepal's interim government. India is fully committed to the peace, progress, and prosperity of Nepal's brothers and sisters." pic.twitter.com/7hePAMMuJy
— ANI (@ANI) September 13, 2025
নেপালে নির্বাচন ৫ মার্চ
সুশীলাই হলেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি নেপালের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতিও ছিলেন। গতকাল, শুক্রবার শপথ নেন নয়া প্রধানমন্ত্রী সুশীলা কারকি। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সুশীলা কারকিকে শপথ বাক্য পাঠ করান। নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কারকি শপথ নিলেও, তাঁর সরকারে এখনও পর্যন্ত কোনও মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এরপরই আগামী বছর ৫ মার্চ নেপালে সংসদীয় নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দেশকে শান্ত ও স্বাভাবিক করাই নয়া প্রধানমন্ত্রীর কাজে আসল চ্যালেঞ্জ। আন্দোলনকারীদের একাংশ এখনও খুশি নন।