বেশ কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে পাচার হওয়া সোনা। শুক্রবার বিকেলে দিল্লি বিমানবন্দর (Delhi Airport) থেকে উদ্ধার হল একাধিক সোনার বিস্কুট। জানা যাচ্ছে, কানপুর থেকে দিল্লিগামী একটি বিমানের যাত্রীরা যখন এক্স-রে মেশিনে ব্যাগ রাখছিলেন। তখনই টার্মিনাল ৩-এর এক ব্যক্তির ব্যাগে কিছু সন্দেহজনক বস্তুর সন্ধান পাওয়া যায়। আর তারপরেই ডাকা হয় কাস্টমসের আধিকারিকদের। তাঁরা এসে ব্যাগের মধ্যে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করে বেশকয়েকটি সুতোয় মোড়া প্যাকেট। সেটি খুলতেই চক্ষু চড়কগাছ হয় আধিকারিকদের। উদ্ধার হয়েছে ১৩টি সোনার বিস্কুট।

পুলিশসূত্রে খবর, ওই সোনাগুলির মোট ওজন ৯৯৯ গ্রাম। ভারতীয় বাজারে যার বাজারমূল্য ৭২,৭২ কোটি টাকা। জানা যাচ্ছে এই সোনাগুলি বিদেশ থেকে আনা হয়ছিল। তারপরে ঘুরপথে দিল্লিতে পাচার করার কথা ছিল। এই ঘটনায় ইতিমধ্যেই ৩৭ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই ঘটনায় আর কেউ জড়িত ছিলেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই ঘটনার পর থেকে দিল্লির বিমানবন্দরে নজরদারি বাড়িয়েছে পুলিশ।