জয় একপ্রকার নিশ্চিত। জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) একক সংখ্যা গরিষ্ঠতা পেতে চলেছে কংগ্রেস-এনসি জোট। তাঁরাই সবথেকে বেশি আসন দখল করতে চলেছে সেটৈা বলার অপেক্ষা রাখে না। সেখানে কংগ্রেস নামমাত্র কয়েকটি আসনে এগিয়ে। অন্যদিকে ধরাশায়ী বিজেপি ও পিডিপি। এই অবস্থায় জোট সরকার উপত্যকায় সরকার গড়লেও এনসি-র বড় ভূমিকা থাকতে চলেছে। ফল ঘোষণার আগেই এনসি নেতা ফারুক আবদুল্লা ঘোষণা করে দিলেন যে রাজ্যের আগামী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ছেলে ওমর আবদুল্লা। যা মনে হচ্ছে উপ মুখ্যমন্ত্রী বা গুরুত্বপূর্ণ মন্ত্রীত্বেও খুব একটা সুবিধা করতে পারবে না কংগ্রেস।
অন্যদিকে ৩৭০ ধারা বিলোপের আগে যে পিডিপির প্রভাব উপত্যকায় ভালোই ছিল, সেই দল এবার সেভাবে দাগ কাটতে পারছে না। মেহেবুবা মুফতির দল এর আগে জম্মু-কাশ্মীরে একক বৃহত্তম দল ছিল। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিলেন মুফতি শিবির। সেখানে ভোটের ফল ঘোষণার আগেই হার স্বীকার করে নিয়েছেন মেহেবুবা কন্যা ইলতিজা মুফতি।
#WATCH | Srinagar, J&K | National Conference chief Farooq Abdullah says, "People have given their mandate, they have proven that they don't accept the decision that was taken on August 5...Omar Abdullah will be the chief minister." pic.twitter.com/qiTUaFz7zd
— ANI (@ANI) October 8, 2024