প্রতীকী ছবি (Photo Source: PTI)

নয়াদিল্লিঃ দেখভাল করে না সন্তানেরা, ঠিকমতো খোঁজ খবরও নেয় না। এমন একগুচ্ছ অভিযোগ তুলে নিজের ৪ কোটির সম্পত্তি মন্দিরে (Temple) দান করলেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুভান্নামালাই জেলায়। ওই বৃদ্ধের নাম এস বিজয়ন। বয়স ৬৫। প্রাক্তন সেনাকর্মী। তাঁর অভিযোগ, মেয়েরা তাঁকে দেখাশোনা করে না। উল্টে সম্পত্তি নিয়েও মেয়েদের সঙ্গে বচসা লেগে থাকত তাই এই সিদ্ধান্ত নেন তিনি। বাবার এই সিদ্ধান্তে অবাক সন্তানেরা।

৪ কোটির সম্পত্তি মন্দিরের প্রণামী বাক্সে দান বৃদ্ধের

জানা গিয়েছে, আরুলমিগু রেনুগাম্বাল আম্মান মন্দিরের প্রণামী বাক্সে ৪ কোটির সম্পত্তি দান করেছেন এস বিজয়ন। ২টি সম্পত্তির নথি-সহ একটি চিঠি মন্দিরের প্রণামী বাক্সে ফেলে আসেন তিনি। গত ২৪ জুন মন্দিরের প্রণামী বাক্স খুলতেই এই নথি হাতে আসে মন্দির কর্তৃপক্ষের। মিলনাড়ু সরকারের হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এনডাওমেন্ট দফতরের তরফে জানানো হয়, প্রতি দু'মাস অন্তর মন্দিরের প্রণামী বাক্স খোলার নিয়ম রয়েছে। এবারও সেই নিয়ম মতোই প্রণামী বাক্স খোলা হয়। জানা গিয়েছে, ওই মন্দিরে ১১ টি প্রণামী বাক্স রয়েছে। এর মধ্যে গর্ভগৃহের সামনে থাকা প্রণামী বাক্স থেকে উদ্ধার হয় সম্পত্তির নথি। সঙ্গে উদ্ধার হয় একটি চিঠি। যাতে লেখা, "আমি আমার সম্পত্তি স্বেচ্ছায় দান করছি।"

তবে এই বিষয়ে মন্দিরের তরফে জানানও হয়েছে, এভাবে সম্পত্তি দান করা যায় না, মন্দিরকে কিছু দান করতে হলে আইনের পথে হেঁটে রেজিস্ট্রি করাতে হয়।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয় তদন্ত। জানা যায়, দীর্ঘ ১০ বছর ধরে একাই থাকেন বিজয়ন। স্ত্রী মারা যাওয়ার পর থেকে একাই জীবন কাটছে তাঁর। মেয়েরা তাঁর খোঁজ নেন না। দেখাশোনা করেন না বলেও অভিযোগ। উল্টে বাবার থেকে সম্পত্তি নেওয়ার জন্য চাপও দেয় তাঁরা এমনটাই অভিযোগ। এরপরই এই সিদ্ধান্ত নেন তিনি। এই বিষয়ে তাঁর বক্তব্য, "আমি আমার সিদ্ধান্তে অনড়। আমার সমস্ত সম্পত্তি স্বেচ্ছায় মন্দিরকে দান করেছি। আমার সন্তানেরা আমায় দেখে না, খোঁজ নেয় না। আমার নুন্যতম প্রয়োজনে তাদের পাশে পাই না। তাই আমি এই সিদ্ধান্তে বহাল থাকব।"

সন্তানেরা খোঁজ নেয় না, একগুচ্ছ অভিযোগ তুলে ৪ কোটির সম্পত্তি মন্দিরে দান বৃদ্ধের