Left-Cong NB Visit (Photo Credit: X@CPIM_WESTBENGAL & @ians_india)

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এর নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ উত্তরবঙ্গে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন। সামাজিক মাধ্যমে এ কথা জানিয়ে শুভঙ্কর বাবু বলেন, প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গে বর্তমানে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Khaege) ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul GandhI) উত্তরবঙ্গের এই বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে তাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতিতে দলমত নির্বিশেষে ,রাজনীতির রং ভুলে দূর্গতদের পাশে সবাইকে দাঁড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেন শুভঙ্কর বাবু। একে অপরের উদ্দেশ্যে মন্তব্য, পাল্টা মন্তব্য রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি এই পরিস্থিতিতে অনভিপ্রেত বলে মন্তব্য করেন তিনি।  উত্তরবঙ্গে স্থানীয় জেলা কংগ্রেসের নেতাকর্মীরা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন শুভঙ্কর বাবু।

উত্তরবঙ্গে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে কংগ্রেস প্রতিনিধি দল-

উত্তরবঙ্গের এই ভয়ংকর পরিস্থিতি মোকাবেলায় সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন শুভঙ্কর বাবু। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে উত্তরবঙ্গের এই প্রাকৃতিক বিপর্যয়কে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করারও দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বিপর্যস্ত মানুষদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করার দাবি জানিয়েছেন শুভঙ্কর বাবু। শুভঙ্কর বাবু বলেন, বহু মানুষ এই পরিস্থিতিতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ।

উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে এই মুহূর্তে নিরাশ্রয় মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা, অভুক্ত মানুষের অন্ন সংস্থানের বন্দোবস্ত করতে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ফ্রন্টের সব শরিক দলের নেতা কর্মীদের প্রতি আবেদন জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে বিমান বাবু এই আবেদন রেখে বলেন, ইতিমধ্যেই কোথাও কোথাও রেড ভলেন্টিয়াররা ত্রাণ ও উদ্ধার কাজে নেমেছেন। তিনি বলেন, উত্তরবঙ্গজুড়ে প্রাকৃতিক দুর্যোগে জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে। ইতিমধ্যে ৩০ জনের বেশি প্রাণহানির সংবাদ পাওয়া গেছে, বিপুল পরিমানে বাড়িঘর নদীগর্ভে তলিয়ে গেছে, রাস্তা ও ব্রিজ ভেঙেছে, ফসলসহ চাষের জমি জলে ডুবে গেছে, যাতায়াতের পথ অবরুদ্ধ হয়েছে।

বিমান বসু বলেন, ষাটের দশকে প্রাকৃতিক দুর্যোগে একবার বহু মানুষের মৃত্যু ঘটেছিল, সম্ভবত এবারে প্রাণহানির সংখ্যা তাকেও ছাপিয়ে গেছে। এই অভূতপূর্ব পরিস্থিতিতে যারা জীবন হারিয়েছেন তাঁদের পরিবার বর্গের কাছে ফ্রন্ট চেয়ারম্যান শোক ও সমবেদনা জানান।যারা চিকিৎসাধীন রয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।