তাইপে: দেশের সার্বভৌমত্বের (sovereignty) সঙ্গে কোনও সমঝোতা (compromise) করবে না তাইওয়ান (Taiwan)। সোমবার তাইওয়ানের জাতীয় দিবসে (National Day) বক্তব্য রাখতে গিয়ে একথা স্পষ্ট করে জানিয়ে দিলেন সেদেশের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন (Tsai Ing-wen)। পাশাপাশি চিনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক করার জন্য যুদ্ধ কোনও পথ হতে পারে না।
সোমবার দেশের রাজধানী তাইপে-তে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওয়েন বলেন, তাইওয়ানের জনগণ কোনওদিন আমাদের দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনও সমঝোতা করবে না। ত্যাগ করবে না নিজেদের গণতান্ত্রিক জীবনযাপন করার মনোভাবও। এই বিষয়গুলিকে রক্ষার জন্য সর্বদা বদ্ধপরিকর তাঁরা।
এরপরই চিনের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, "তাইওয়ানের জনগণের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি মনোভাবকে সম্মান জানালেই একমাত্র ইতিবাচক কথাবার্তা হওয়া সম্ভব।" এরপরই আমেরিকার স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে আসার পর চিনের সঙ্গে তাঁদের যে যুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল সেকথা মনে করিয়ে দেন তিনি।
এপ্রসঙ্গে বলেন, "আন্তর্জাতিক সংগঠনগুলি খুব ভালো করেই জানে যে তাইওয়ানের নিরাপত্তা বিঘ্নিত হলে তার প্রভাব গোটা এলাকার উপরেই পড়বে। যদি তাইওয়ানে গণতান্ত্রিক স্বাধীনতার পরিবেশ ধ্বংস হয়ে যায় তাহলে পুরো বিশ্বের গণতন্ত্রগুলির উপরেও বিশাল প্রভাব ফেলবে।"
"No room for compromise over sovereignty": Taiwanese President in National Day speech
Read @ANI Story | https://t.co/c5VvlMW9dt#China #Taiwan #TsaIngWen pic.twitter.com/JeEbfqQAMM
— ANI Digital (@ani_digital) October 10, 2022