মুম্বই: দেশজুড়ে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (PFI)-র সদস্যদের বিরুদ্ধে অভিযানে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency - NIA)। নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু সহ অনেক রাজ্য অভিযান চালাচ্ছে এনআইএ (NIA)। আজ সকালে মুম্বাইয়ের ৭/১১ ট্রেন বোমা বিস্ফোরণে (7/11 train blast) খালাস পাওয়া আসামি ওয়াহিদ শেখের বাড়িতে হানা দিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা। গত রবিবার তিরুবনন্তপুরম বিমানবন্দরে পিএফআই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে এনআইএ।
দেখুন
#WATCH | Maharashtra: NIA raids underway at the residence of acquitted accused of 7/11 train blasts Wahid Sheikh, in Vikhroli area of Mumbai. pic.twitter.com/DtFS1cEq3q
— ANI (@ANI) October 11, 2023
২০০৬ সালের ১১ জুলাই ভায়াবহ স্মৃতি আজও অনেকেই ভুলতে পারেননি। মুম্বইয়ের লোকাল ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় পর পর সাতটি আরডিএক্স বোমা বিস্ফোরণ হয়। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছুঁয়েছিল ১৮৮ জন। জখম হয়েছিলেন আরও ৮২৯। ৭/১১ বিস্ফোরণ মামলার বিচারপর্ব চলে টানা আট বছর ধরে রেকর্ড করা হয় প্রায় ১৯২ জন প্রত্যক্ষদর্শীর বয়ান।
দেখুন
#WATCH | Tamil Nadu: NIA conducts raids at several locations in Madurai, associated with the Popular Front of India organization. pic.twitter.com/VOq6ZcW5aI
— ANI (@ANI) October 11, 2023
#WATCH | Visuals from Rajasthan's Tonk district as National Investigation Agency (NIA) conducts raids across six states in Popular Front of India-related cases. pic.twitter.com/0ufDHYZ29m
— ANI (@ANI) October 11, 2023