জঙ্গলে পড়ে সদ্যজাত (ছবিঃX)

নয়াদিল্লিঃ আঠা দিয়ে আটকানো মুখ(Mouth)। পাথর (Stone) ভরা তার ভিতর। উত্তরপ্রদেশের পর এবার রাজস্থানের জঙ্গল থেকে উদ্ধার সদ্যজাত। স্থানীয় এক বাসিন্দার তৎপরতায় প্রাণে বাঁচে শিশুটি। খুনের চেষ্টা করা হয় ওই সদ্যজাতকে এমনটাই প্রাথমিকভাবে অনুমান। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

রাজস্থানের জঙ্গল থেকে উদ্ধার সদ্যজাত

জানা গিয়েছে, মঙ্গলবার রাজস্থানের ভিলওয়ারার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় ওই শিশুটিকে। ভিলওয়ারার বিজোলিয়া থানা এলাকার সীতা কুণ্ড মন্দিরের পাশেই অবস্থিত জঙ্গলে সদ্যজাতকে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। শিশুটিকে কোলে তুলে নিয়ে দেখেন তার মুখ আঠা দিয়ে আটকানো। আঠা সরাতে দেখা যায় মুখের মধ্যে পাথর ভরা। যাতে শিশুর কান্নার আওয়াজ কোনওভাবে বাইরে না যায় তাই এমনটা করা হয়েছে বলে অনুমান। এরপর শিশুটিকে নিয়ে সোজা হাসপাতালে ছোটেন ওই ব্যক্তি। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন শিশুটি। ইতিমধ্যেও গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের শাহজাহানপুরের গোদাপুর গ্রাম থেকে উদ্ধার হয় সদ্যজাতর দেহ। তোয়ালেতে মুড়ে শিশুকন্যার দেহ ফেলে রেখে যাওয়া হয়।

আঠা দিয়ে আটকানো মুখ, জঙ্গল থেকে উদ্ধার সদ্যজাত