নয়াদিল্লিঃ নিশানা করে পর পর তিনটি গুলি। মাটিতে লুটিয়ে পড়লেন এনসিপি নেতা বাবা সিদ্দিকি(Baba Siddique)। তড়িঘড়ি লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হল না। শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়লেন অজিতপন্থী এনসিপি নেতা(NCP Leader)। সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন(Maharashtra Assembly Election)। তার আগেই খুন হতে হল তাঁকে। এই ঘটনায় মুম্বইতে শোকের ছায়া। জানা গিয়েছে, শনিবার রাতে নির্মল নগরের অফিস থেকে বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠছিলেন প্রাক্তন মন্ত্রী। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনটি গুলি সরাসরি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন সিদ্দিকি। এরপর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য তাঁর দেহ কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে ধন্দে পুলিশ। এই ঘটনায়া যুক্ত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। যদিও তাঁদের পরিচয়ে প্রকাশ্যে আনা হয়নি। হসপাতালে তাঁকে দেখতে রাতেই হাজির হন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। এ ছাড়া হাসপাতালে আসেন সলমন খান, শিল্পা শেট্টি কুন্দ্রা সহ একাধিক বলিউড সেলেবরা। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতেই কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে অজিত শিবিরে যোগ দেন তিনি। কংগ্রেসের হাত ধরেই রাজনীতির আঙিনায় পা রাখা। এরপর প্রায় পাঁচ দশক ধরে কংগ্রেসের হয়ে লড়েছেন। মুম্বইয়ের বান্দ্রা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তিনবার (১৯৯৯, ২০০৪ এবং ২০০৯) বিধায়ক ৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রীও ছিলেন তিনি। শুধু রাজনীতিই নয়, বলিপাড়ার খুব কাছের ছিলেন তিনি। শাহরুখ, সলমন সহ একাধিক বলি তারকার সঙ্গে ওঠাবসা ছিল তাঁর। সিদ্দিকির আমন্ত্রণে ইফতার পার্টিতে এসেই দীর্ঘদিনের ঝামেলা মিটিয়েছিলেন বিটাউনের দুই খান শাহরুখ ও সলমন।
গুলিবিদ্ধ হয়ে খুন শাহরুখ-সলমনের প্রিয় এনসিপি নেতা বাবা সিদ্দিকি
#WATCH | Mumbai: Visuals from the spot where NCP leader Baba Siddiqui was shot late evening, yesterday.
He was shifted to Lilavati Hospital where he succumbed to bullet injuries. Two people related to the firing of NCP leader Baba Siddique have been taken into custody and… pic.twitter.com/6d6xcvVbMg
— ANI (@ANI) October 12, 2024