বারাণসী, ২৪ সেপ্টেম্বরঃ উত্তরপ্রদেশের বারাণসী প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র। সেখানেই ভোটে জিতে সাংসদ হন। শনিবার বারাণসীতে জনসভায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানেই মোদীর নিরাপত্তা লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, বারাণসীতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভেঙে কনভয়ের (Narendra Modi Convoy) সামনে ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত ব্যক্তি চাকরির আর্জি জানান। শনিবার সন্ধ্যায় বারাণসীর রুদ্রাক্ষ কেন্দ্রের বাইরে ঘটনাটি ঘটে, যখন মোদীর কনভয় লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে দিকে যাচ্ছিল। আচমকা প্রধানমন্ত্রী কনভয়ের সামনে ঝাঁপিয়ে পড়ায় হতবাক হন সকলে। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা অভিযুক্তকে আটক করে। তুলে দেয় পুলিশের হাতে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম কৃষ্ণ কুমার। তিনি একজন বিজেপি কর্মী। উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা ওই যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বারাণসীতে এসেছিলেন। নিরাপত্তার ফাঁক গলে কনভয় থেকে মাত্র ২০ মিটারের দূরত্ব দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে চাকরির আর্জি জানান ওই বিজেপি কর্মী।
পুলিশ এও জানতে পারে, যুবক মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।