প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নাগপুর, ১৯ মেঃ মত্ত অবস্থায় সঙ্গমের পর সঙ্গীকে খুন করলেন সমকামী যুবক (Murder After Sex)। মহারাষ্ট্র (Maharashtra) নাগপুরের খাপরি গ্রামে যুবককে খুন করে পলাতক ছিলেন তাঁর সমকামী সঙ্গী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে গ্রামের এক গোয়ালঘরে। সেই গোয়ালঘরেই কাজ করতেন মৃত ঘনশ্যাম সিরসাম। বৃহস্পতিবার সকালে গোয়ালঘরের পাশে রক্তাক্ত যুবকের দেহ দেখে পুলিশকে খবর দেন এক ব্যক্তি।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম সন্দীপ গোন্দানে। সমকামী সঙ্গীকে খুন করে পালিয়ে যান অভিযুক্ত। লাঠি দিয়ে মাথায় আঘাত করে সঙ্গীকে খুন করেন তিনি। গোয়ালঘরের বিছানা থেকে উদ্ধার হয়েছে রক্তে ভেজা ঘনশ্যামের উলঙ্গ দেহ। পুলিশি তদন্তে ধরা পড়েন অভিযুক্ত সন্দীপ।

পুলিশ আরও জানায়, বেশ কিছু বছর ধরে সম্পর্কে রয়েছেন ওই সমকামী যুগল। একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন তাঁরা। ওই গোয়ালঘরে ঘনঘন দেখা করতেন সন্দীপ এবং ঘনশ্যাম।

বরাবরেও মত বুধবার রাতেও দেখা করেন তাঁরা। গোয়ালঘরে একসঙ্গে বসে মদ্য পান করেন তাঁরা। এরপর সঙ্গমে লিপ্ত হন যুগল। ওই রাতেই লাঠি দিয়ে মেরে ঘনশ্যামকে খুন করে উলঙ্গ মৃতদেহ ফেলে রেখে চম্পট দেয় সন্দীপ। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত সন্দীপকে। পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করেছেন অভিযুক্ত।