মুম্বই, ১ মার্চঃ প্রতিবেশীর দুই শিশু সন্তানকে আবাসনের ছাদ থেকে ঠেলে ফেললেন এক ব্যক্তি। মেয়েটির বয়স ৪ বছর, ছেলেটির বয়স ৫ বছর। ছাদ থেকে পড়ে নিহিত শিশু পুত্র। মেয়েটি গুরুতর আহত হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।
শনিবার মুম্বইয়ের (Mumbai) থানে জেলার দেবরিপাদা এলাকার ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, আবাসনের মুখোমুখি দরজায় দুই প্রতিবেশী থাকেন। অভিযুক্ত আসিফ এবং তাঁর স্ত্রীয়ের কোন সন্তান নেই। আসিফের স্ত্রীয়ের সঙ্গে প্রতিবেশী বাচ্চাদের মায়ের সুসম্পর্কই ছিল। যা একেবারেই পছন্দ ছিল না আসিফের। শনিবার দুই বাচ্চা যখন খেলা করছিল সেই সময়ে আবাসনের দ্বিতীয় মালা থেকে তাঁদের ঠেলে ফেলে দেয় আসিফ।
সোমবার অভিযুক্ত আফিসকে গ্রেফতার করেছে পুলিশ। ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচ বছরের ছেলের। গুরুতর জখম অবস্থায় কোনরকমে বাড়িতে গিয়ে বাবা মাকে মেয়েটি জানায় সামনের প্রতিবেশী তাঁদের দুই ভাই বোনকে দ্বিতীয়তোলা থেকে ফেলে দিয়েছে। ছেলেটির মৃতদেহ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। চিকিৎসা চলছে আহত মেয়েটির।
পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন দুই সন্তানের মা। তাঁর অভিযোগের ভিত্তিতে সোমবার গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রতিবেশীকে। ভারতীয় দণ্ডবিধির অধীনে খুন (৩০২) এবং খুনের চেষ্টার (৩০৭) অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত।