মুম্বই, ২০ জুনঃ ভয়াবহ এক হত্যাকাণ্ডের সাক্ষী থাকল মুম্বই (Mumai)। চলন্ত অটোর মধ্যে প্রেমিকার গলা কাটলেন প্রেমিক। সোমবার দুপুরে মুম্বইয়ের সাকিনারা এলাকার খাইরানি রাস্তায় ঘটে গেল সেই খুনের ঘটনা। ওই অটো করেই যাত্রা করছিলেন যুগল। মাঝপথে ছুরি দিয়ে প্রেমিকার গলায় কোপ বসালেন অভিযুক্ত প্রেমিক।
আরও পড়ুনঃ জুনেটিন্থ উদযাপনের মাঝে গোলাগুলি, বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রে আহত ৬
ঘটনা প্রসঙ্গে মুম্বই পুলিশ সূত্রে খবর, আহত মহিলার নাম পঞ্চশীলা জমাদার, বয়স ৩০। সংঘর্ষ নগর নিবাসী ওই মহিলার সঙ্গে একই অটোয় যাত্রা করছিলেন অভিযুক্ত দীপক বরসে। অটোর ভিতর যুগলের মধ্যে কোন এক বিষয় নিয়ে তুমুল কথা কাটাকাটি শুরু হয়। আর হটকারিতার বশবর্তী হয়ে প্রেমিকার গলায় ধারালো অস্ত্র দিলে কোপ বসালেন যুবক। ঘটনার পর সঙ্গে সঙ্গে অটো থেকে নেমে চম্পট দেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। এমনকি প্রেমিকাকে আধাত করে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
অভিযুক্তের সমস্ত পরিকল্পনা বানচাল করেন মুম্বই পুলিশ (Mumbai Police)। পথচলতি মানুষ আহত যুগলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। খুনের দায়ে অভিযুক্ত প্রেমিকা দীপক বরসেকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।