মুম্বই, ২৫ জুনঃ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল। রবিবার সকালে মুম্বইয়ের ঘাটকোপারে তিনতলা বিশিষ্ট আবাসন আচমকাই ভেঙে পড়ে (Mumbai Building Collapse)।ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী এবং পুলিশ কর্মীরা। ভেঙে পড়া আবাসনের ধ্বংসস্তূপের মধ্যেই আটকে পড়েন আবাসনবাসীরা। দমকল কর্মীরা এসে ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করেন ৪ জনকে। এখনও ২ জন আটকে। চলছে উদ্ধার কাজ।
আরও পড়ুনঃ এক নাগাড়ে প্রবল বৃষ্টি, রেস্তোরাঁর ছাদ ভেঙে পড়ে আহত ৩
শনিবার থেকেই মুম্বই এবং মুম্বইয়ে শহরতলী অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এক নাগাড়ে প্রবল বৃষ্টির ফলে মুম্বইয়ের থানে, পলঘরের মত জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুসুলধারে বৃষ্টির জেরে এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ আচমকাই ভেঙে পড়ে ঘাটকোপারের চিত্তরঞ্জন নগর রাজাওয়াদি কলোনির ওই তিনতলা আবাসন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছায় দমকল, পুলিশ কর্মীরা।
দেখুন ঘটনাস্থলের দৃশ্য...
#WATCH | Mumbai: Portion of a building collapsed in Rajawadi Colony, Ghatkopar (East). Rescue operation is underway.
4 people have been safely rescued and 2 people are still trapped inside, rescue work is underway, says Maharastra Minister Mangal Prabhat Lodha https://t.co/itXjtrcn7Z pic.twitter.com/rLwA6qsNhp
— ANI (@ANI) June 25, 2023
শনিবার রাতেই প্রবল বৃষ্টির কারণে থানে (Thane) মুম্বইয়ের ঘোদবান্দের রডের এক রেস্তোরাঁর ছাদ ভেঙে পড়ে। ঘটনায় আহত হয়েছেন রেস্তোরাঁয় খেতে আসা ৩ গ্রাহক। থানে পৌর কর্পোরেশনের দুর্যোগ নিয়ন্ত্রণ সেলের প্রধান ইয়াসিন তডভি নিশ্চিত করেছেন সেই সংবাদ। রেস্তোরাঁর ছাদ ভেঙে পড়ে আহত হওয়া ২ মহিলা এবং ১ পুরুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে।