মুম্বই, ১০ ফেব্রুয়ারিঃ কবাডি প্রতিযোগিতা চলাকালীন ছাত্রেও আচমকা মৃত্যু। মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রে (Maharashtra)। মুম্বইতের (Mumbai) মালাদে বৃহস্পতিবার কবাডি প্রতিযোগিতা চলছিল। আর সেই প্রতিযোগিতা চলাকালীন ২০ বছরের ছাত্রের মৃত্যু হল।
আরও পড়ুনঃ পথ কুকুরের কামড়ে বেঘোরে প্রাণ হারাল ৪ বছরের শিশু
পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম কৃতিকরাজ মল্লান। ছাত্রের মৃতদেহ ময়াতদন্তের জন্যে পাঠানো হয়েছে শতাব্দী হাসপাতালে। এখনও অবধি ছাত্রের মৃত্যুর কারণ অজানা রয়েছে। তবে আচমকা মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সেই মত তদন্ত চলছে বলেই জানায় মালাদ পুলিশ।
আরও পড়ুনঃ তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে ২৪ ফুট গভীরে ঢুকে শ্বাসরোধে মৃত্যু ৭ শ্রমিকের
মুম্বইয়ের গোরেগাঁও এলাকার সন্তোষ নগরের বাসিন্দা মৃত ছাত্র। গোরেগাঁও বিবেক কলেজের বি কম (B.Com) প্রথম বর্ষের ছাত্র ছিলেন কৃতিকরাজ মল্লান। বৃহস্পতিবার কবাডি খেলতে গিয়ে নির্মম পরিণতি হল বছর ২০-র ছাত্রের।