'আমাদের আওয়াজ কেন্দ্রে পৌঁছেছে'। জেল থেকে বেরিয়ে প্রথম প্রতিক্রিয়া র সমাজসেবী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk)। গত সোমবার দিল্লির সিংঘু সীমান্তে সোনম ছাড়াও মোট ১৫০ জন লাদাখবাসীকে আটক করেছিল দিল্লি পুলিশ। যে কারণে লেহ ও লাদাঘের অধিকাংশ মানুষ প্রতিহবাদে নামেন। অবরুদ্ধ করে দেওয়া হয় ১ নম্বর জাতীয় সড়ক। পরে অবশ্য প্রতিবাদীদের দাবি দাওয়া মেনে নেওয়ায় অবরোধ তুলেও নেওয়া হয়। সেই অনুযায়ী বুধবার রাতে জেলমুক্ত করা হল সোনম ও তাঁর সমর্থকদের। জেল থেকে বেরিয়ে তিনি রাজঘাটে গিয়ে গান্ধীজি জন্মজয়ন্তীতে তাঁর সমাধিতে দিয়ে সম্মান জানান ওয়াংচুক।

তারপরেই ওয়াংচুক বলেন, "আমরা লাদাক থেকে পদযাত্রার মাধ্যমে দিল্লিতে এসেছি। যোগ দিয়েছিলে সমস্ত বয়সী পুরুষ ও মহিলারা। দিল্লিতে ঢুকে আমাদের আটক করা হয়ছিল। তবে যা হয় ভালোর জন্য হয়। আমাদের কথা কেন্দ্র সরকারের কাছে পৌঁছেছে। আমাদের উদ্দেশ্য ছিল রাজঘাটে আসার, সেটাও আজ পূরণ হল। কেন্দ্র সরকারের সঙ্গে দ্রুত আমরা আলোচনায় বসে আমাদের দাবিগুলি তুলে ধরব। পরিবেশ সংরক্ষণ এবং লাদাখকে সংবিধান অনুযায়ী পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তোলা হয়ছিল। সেই অনুযায়ী আমরা সরকারের সঙ্গে কথা বলব। প্রয়োজনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রপতিকেও আমরা এই আর্জি জানাবো"।