হাওডা: গরু পাচারকারী (cattle smuggler) সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের (thrashes) পর জ্বালিয়ে (sets fire) দেওয়া হল তার ওয়াগন (wagon)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ায় (Howrah)। পরে খবর পেয়ে পুলিশ (police) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরাও। ঘটনাটি কেন্দ্র করে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে হাওড়ায় কিছু লোক একটি গাড়িতে করে অনেকগুলি গরু নিয়ে যেতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের (Mob)। তাঁরা যখন গাড়িটি আটকানোর চেষ্টা করে তখন গাড়িতে থাকা কয়েকজন গাড়ি থেকে নেমে পালান। কিন্তু, ধরা পড়ে একজন। তাকেই জেরা করার পাশাপাশি বেধড়ক মারধর করে স্থানীয়দের একাংশ। পুড়িয়ে দেওয়া হয় গরু পাচারের কাজে ব্যবহত গাড়িটিও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীর উপযুক্ত শাস্তির আশ্বাস দিলে। ধৃত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে দমকল কর্মীরা এসে গাড়িতে লাগা আগুন নিভিয়ে ফেলেন।
পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে হাওড়ায় একটি গরু পাচারকারীকে (cattle smuggler) ধরে বেধড়ক মারধরের পাশাপাশি তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর আসে। এরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে ধৃত ব্যক্তিকে নিজের হেফাজতে নেয়। দমকলের সাহায্যে নেভানো হয় আগুনও। বর্তমানে ধৃতকে জেরা করে তার সঙ্গে আরও কারা ছিল ও গরুগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা চলছে।
Howrah,WB| Mob thrashes suspected cattle smuggler & sets fire to his vehicle, police reaches spot
"Locals witnessed few cattle smugglers taking an ox in their wagon.1 accused caught&handed over to police,the rest absconded.Locals set fire to wagon used for the act," says a local pic.twitter.com/QaCwyFjgbd
— ANI (@ANI) October 23, 2022