নয়াদিল্লি: কোটিপতি ভিক্ষুকের দেখা মিলল মুম্বই (Mumbai) শহরে। অনেক ভিক্ষুক রয়েছেন যারা কেউ কেউ ভিক্ষা করে কোটিপতিও হয়েছেন। মুম্বইয়ের রাস্তায় ভিক্ষাকারী ভরত জৈনের (Bharat Jain) গল্পও একই রকম। তাকে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ৫৪ বছর বয়সী ভারত জৈনের আয়ের প্রধান উৎস ভিক্ষা, তাঁর কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে তিনি একটা একটা টাকা জমিয়ে বিপুল অর্থে পরিণত করেছেন।
সূত্রে খবর, ভরত জৈন আর্থিক সমস্যার কারণে পড়াশোনা করতে পারেননি। বিবাহিত ভরতের দুই ছেলে আছে। জৈনের মোট সম্পত্তির পরিমাণ ৭.৫ কোটি টাকা। কোটি কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও, ভরত এখনও মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস বা আজাদ ময়দানের মতো জায়গায় ভিক্ষা করতে দেখা যায়।