Fire (Photo Credit: Pixabay)

উত্তরপ্রদেশ: নয়ডার (Noida) বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে পুড়ে ৩ জন নাবালিকার মৃত্যু হয়েছে। শিশুর বাবা-মাও আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডের সময় পরিবারের পাঁচ সদস্যই বাড়িতে ঘুমিয়ে ছিলেন। নয়ডার জেলা ম্যাজিস্ট্রেট মনীশ ভার্মা জানিয়েছেন নাবালিকাদের বাবার শরীরের ৬০-৭০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে। তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে তাঁকে সফদরজং হাসপাতালে রেফার করা হয়েছে। মা সামান্য আহত হয়েছেন, প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।

সূত্রে খবর, ভোর ৩-৪টা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে পুলিশ, ফায়ার ব্রিগেড এবং জেলা ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একটি ফরেনসিক দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে, তদন্ত চলছে।