CRPF Inspector Jeffrey Hmingchullo (Photo Credit: X)

নয়াদিল্লি: শৌর্য চক্র (Shaurya Chakra) সম্মান নিয়ে মণিপুরের গর্ব হ্মিংচুলো (CRPF Inspector Jeffrey Hmingchullo) ঘরে ফিরেছেন। সিআরপিএফ ইন্সপেক্টর জেফ্রি হ্মিংচুলো চুরাচাঁদপুরে ফিরে আসার পর তাঁর পরিবার এবং গ্রামবাসীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। গত ২২ মে, ঝাড়খণ্ডের চাতরা জেলায় মাওবাদ বিরোধী এক ভয়াবহ অভিযানের সময় অসাধারণ সাহসিকতার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে রাষ্ট্রপতি ভবনে মর্যাদাপূর্ণ শৌর্য চক্রে ভূষিত করেন।

শৌর্য চক্র হল ভারতের একটি প্রতিষ্ঠিত সামরিক সম্মাননা, যা যুদ্ধকালীন বা শান্তিকালীন অসাধারণ সাহসিকতা, বীরত্ব বা কর্তব্যের প্রতি নিষ্ঠার জন্য প্রদান করা হয়। এটি সাধারণত সামরিক বাহিনী, পুলিশ বা বেসামরিক ব্যক্তিদের দেওয়া হয় যারা প্রতিকূল পরিস্থিতিতে অসাধারণ কাজ করে থাকেন। এই পুরস্কারটি ভারতের তৃতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার হিসেবে বিবেচিত হয়।

ঘরে ফিরলেন মণিপুরের গর্ব

মণিপুরের কুকি-অধ্যুষিত চুরাচাঁদপুর জেলার বিপুল সংখ্যক মানুষ ভারতীয় সশস্ত্র বাহিনীতে নিষ্ঠার সাথে সেবা করছেন এবং জাতির নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সিআরপিএফ ইন্সপেক্টর জেফ্রি হ্মিংচুলো কেবল একটি নাম নয়, বরং দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় মণিপুরের যুবকরা কীভাবে সক্রিয় ভূমিকা পালন করছে তার একটি উজ্জ্বল উদাহরণ।