অশান্ত মণিপুরেই (Manipur) বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল প্রদেশ কংগ্রেস সভাপতি কেশম মেঘচন্দ্রর (Keisham Meghachandra) বিরুদ্ধে। আর সেই কারণে তাঁকে সমন পাঠাল ইডি। জানা যাচ্ছে, গত ৭ অক্টোবরে তাঁর পরিবারের সদস্যরা এই চিঠি পান এবং ওইদিনই তাঁকে দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। স্বাভাবিকভাবেই এই নিয়ে হতবাক কেশম মেঘচন্দ্র। তিনি এদিন বলেন, আমি নিজেই বুঝতে পারছি না কেন এটা আমায় পাঠানো হল। সেই সঙ্গে আমি এই নিয়ে খুবই আশ্চর্য হয়েছি যে আজই আমায় সমন পাঠাল এবং আজই আমায় দিল্লিতে যেতে বলছে। ইম্ফল থেকে এত তাড়াতাড়ি কীভাবে দিল্লিতে পৌঁছাব?
কেশব জানান, বাড়িতে চিঠি আসার পর পরিবারের সদস্যরা ফোন করে জানান। তারপর বাড়ি এসে দেখি ইডি সমন পাঠিয়েছে। সেই নিয়ে ইম্ফলে ইডির অফিসে যাই। তাঁরা জানান চিঠিটি দিল্লি থেকে পাঠিয়েছে ফলে সেখানেই তাঁকে যেতে হবে। কিন্তু এইটুকু সময়ের মধ্যে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, তাই ইডিতে মেল করে জানানো হয়েছে যে কয়েকদিন পরে আমাকে যেন ডাকা হয়। আমি অবশ্যই সেখানে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত থাকব।
#WATCH | Imphal | On ED summon served to him, Manipur Congress President Keisham Meghachandra says, "I am very surprised. Today, I got a summon letter from ED. I am surprised and confused about how and why I got a summon letter from ED..." (07.10) pic.twitter.com/P0hDMHyB91
— ANI (@ANI) October 8, 2024