নয়াদিল্লি: বাংলা সিনেমার স্বর্ণযুগে খুবই বিখ্যাত হয়েছিল 'ভানু পেলো লটারি' সিনেমাটি। যা দেখে নাকি অনেকেই সেসময় উৎসাহিত হয়েছিলেন লটারি কাটার বিষয়ে। ভারতে যখন উৎসবের মরশুম চলছে তখন প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটল ফ্লিপকার্টের ( Flipkart ) এক গ্রাহকের সঙ্গে। ওই ই-কমার্স সংস্থাতে আইফোন-১৩ (iPhone-13) অর্ডার করে আইফোন-১৪ (iPhone-14) হাতে পেলেন তিনি। টুইট করে এই অভূতপূর্ব ঘটনাটির কথা শেয়ার করেছেন অশ্বিন হেগড়ে (Ashwin Hegde) নামে এক ব্যক্তি।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ফোনের অর্ডার কপির স্কিনশট শেয়ার করে তিনি লিখেছেন, "আমার একজন অনুগামী (follower) ফ্লিপকার্টে আইফোন-১৩ অর্ডার করেছিলেন, কিন্তু তিনি আইফোন- ১৩-এর বদলে হাতে পেয়েছেন আইফোন-১৪।"
তাঁর এই টুইট দেখার পরেই হইচই শুরু হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। তাঁদের মধ্যে কেউ কেউ বলছেন, অনলাইন সংস্থাগুলির মাধ্যমে কোনও জিনিসের অর্ডার করলে অনেক সময়ই ভুলভাল জিনিস পাওয়া যায়। মোবাইলের অর্ডার দিয়ে পাথরের টুকরো বা স্মার্ট ওয়াচের অর্ডার দিয়ে ছেঁড়া কাগজের বান্ডিল পেয়েছেন অনেকেই। সেখানে এই ধরনের ঘটনা লটারি পাওয়ারই সামিল। ওই ব্যক্তি অনেক ভাগ্যবান যিনি আইফোন-১৩ অর্ডার করে আইফোন-১৪ হাতে পেয়েছেন।
One of my follower ordered iPhone 13 from Flipkart but he recieved iPhone 14 instead of 13 😂 pic.twitter.com/FDxi0H0szJ
— Ashwin Hegde (@DigitalSphereT) October 4, 2022