মুম্বই: চেম্বুরে এক ৩৩ বছর বয়সী অটো চালককে আরসিএফ পুলিশ গ্রেপ্তার (Arrested) করেছে, ১৭ বছর বয়সী এক কিশোরকে হত্যা করার অভিযোগে। অটোচালক ওই কিশোরকে হত্যা করার পর দেহটিকে চার টুকরো করে কেটেছিল। অভিযুক্তর শফি শেখের দাবি, তার স্ত্রী ও তার ছোট বোনকে নিয়ে ওই কিশোর আপত্তিকর মন্তব্য ও স্পর্শ করায় সে ছেলেটিকে হত্যা করেছে। ২৮ আগস্ট ঘটনাটি ঘটেছিল। আরও পড়ুন : Lucknow Shocker: অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, লজ্জায় আত্মহত্যা নাবালিকা কিশোরীর
পুলিশ সূত্রে খবর, শেখ ওই কিশোরকে কাস্তে ও হাতুড়ি দিয়ে খুন করে। পুলিশ ঘটনাস্থল থেকে কাস্তে ও হাতুড়িটি উদ্ধার করেছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ অর্থাৎ বৃহস্পতিবার শেখকে রিমান্ডের জন্য আদালতে হাজির করা হবে।