নয়াদিল্লি: দিনদিন দেশের রাজধানী দিল্লিতে (Delhi) পথ দুর্ঘটনা (Accident) সংখ্যা বাড়ছে। সরকারের সমস্ত চেষ্টা সত্ত্বেও কমেছে না দুর্ঘটনার ফলে হতাহতের সংখ্যা। এর মাঝেই শনিবার ভাইরাল (Viral) হল এমন একটি ভয়াবহ ভিডিয়ো যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির রাজৌরি গার্ডেন (Rajouri Garden) এলাকায়
কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাজৌরি গার্ডেন এলাকার রাস্তায় বাস ও গাড়ি চলছে। আচমকা দেখা গেল একটি বাসের পিছনে থাকা গাড়ির বনেটে (car's bonnet) পড়ে রয়েছে এক ব্যক্তি। আর সেই অবস্থাতেই তাঁকে টেনে নিয়ে (dragged) গাড়ি চালিয়ে যাচ্ছে চালক।
ইতিমধ্যে ঘটনাস্থলের ফুটেজ দেখে গাড়ি চালককে শনাক্ত করা হয়েছে। তাকে জেরা করা হবে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের তরফে।
#WATCH | A man was dragged on car's bonnet in Delhi's Rajouri Garden(12.01)
An incident of road rage occured that led to incident shown in video. Case registered under IPC sec 279, 323, 341, 308. Accused identified, being interrogated: Delhi Police
(Visuals confirmed by Police) pic.twitter.com/RdVGuU7QXL
— ANI (@ANI) January 14, 2023