নয়াদিল্লিঃ এবার ৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল এক কর্মীর বিরুদ্ধে। মুম্বই (Mumbai) থেকে গ্রেফতার যুবক। ইতিমধ্যেই মুম্বই থেকে তাঁকে গ্রেফতার করেছে বানরই থানার পুলিশ। ধৃতের নাম সুনীল গুপ্ত। সূত্রের খবর, একটি বেসরকারি সংস্থায় ২ বছর ধরে কর্মরত ছিল ওই ব্যক্তি। কর্পোরেট সংস্থার জন্য উপহার তৈরি করে এমন একটি সংস্থায় কাজ করতেন তিনি। আর্থিক লেনদেনের দায়িত্বে ছিলেন তিনি। সংস্থার সবরকম অ্যাক্সেস ছিল তাঁর কাছে। সেই সুযোগকে কাজে লাগিয়েই সংস্থার সঙ্গে প্রতারণা করেন ওই যুবক। জাল নথি ব্যবহার করে ৫.৭২ কোটি টাকার সোনার কয়েন আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
জানা গিয়েছে, একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি উপহার হিসেবে ওই সোনার কয়েন অর্ডার করেছে বলে মালিককে জানান ওই কর্মী। তাঁর কথায় ভরসা করে ৩.৪ কেজি সোনার অর্ডার দেন মালিক নরশ জৈন। ওই সোনার কয়েনের আনুমানিক বাজার মূল্য য় ২ কোটি ৪৬ লক্ষ টাকা। সেই কয়েন ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল সুনীলের। সেই কয়েন পৌঁছে দেওয়ার নথি জমা দিয়ে মালিকপক্ষকে সুনীল জানান আরও ৩.৬ কেজি সোনার অর্ডার দেওয়া হয়েছে। সেই মতো ফের ডেলিভারি দেওয়া হয় কয়েন। কিন্তু লাভের এক টাকাও পাননি মালিক নরেশ। এই নিয়ে সন্দেহ হয় তাঁর। এরপরই সুনীলকে চেপে ধরেন নরশ। এরপর পুলিশের দ্বারস্থ হন নরশ। তদন্তে নেমে সুনীলকে গ্রেফতার করে পুলিশ।
৫ কোটি টাকার প্রতারণা, পুলিশের জালে বেসরকারি সংস্থার কর্মী
Man Arrested For Cheating Employer Of Gold Coins Worth Over Rs 5 Crore https://t.co/Brt6lllMjg pic.twitter.com/HsYGW1kfIY
— NDTV (@ndtv) October 6, 2025