কেরল: বাড়িতে প্রসবের সময় স্ত্রী এবং নবজাতকের মৃত্যু হওয়ায় স্বামীকে গ্রেফতার করল (Arrested) কেরল পুলিশ। মঙ্গলবার রাতে প্রসবের সময় মহিলা ও তার শিশুর মৃত্যু হয়। এরপর স্থানীয় ও স্বাস্থ্যকর্মীরা পুলিশের কাছে ওই মহিলার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ নিজাম নামের ব্যক্তিটিকে গ্রেফতার করেছে।
স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মহিলাটির আগে তিনটি প্রসব হয়েছিল, তাঁরা এবারও নিজামকে তাঁর স্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে অনুরোধ করেন। কিন্তু, নিজাম মহিলাকে বাড়িতেই রেখে দিন। বাড়িতে প্রসবের ফলে ওই মহিলা এবং নবজাতক দুজনেরই মৃত্যু হয়।