চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপিকে হটাতে জোট বেঁধেছে বিরোধী দলগুলো। যে কংগ্রেস আর তৃণমূল একে অপরকে তুলোধোনা করতে এক ইঞ্চি জমি ছাড়ত না সেই দলের দুই মাথা রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় জোটের বৈঠকে এক টেবিলে পাশাপাশি বসে 'ইন্ডিয়া' নামটি নির্ধারণ করেছেন। বিজেপিকে ফেলতে জোটে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল আম আদমি পার্টির যোগ বেশ অবাক করেছিল গোটা রাজনৈতিক মহলকে। তবে মোদী 'বিদ্বেষ'এর জেরে সবই সম্ভব হয়েছে। তবে আসন্ন লোভসভা ভোটে যদিওবা সংখ্যাগরিষ্ঠতার বিচারে 'ইন্ডিয়া' (I.N.D.I.A) জোটের জয় হয় তাহলে মোদীর পরে প্রধানমন্ত্রী হিসাবে কার মুখ দেখা যাবে তা নিয়ে বেশ দ্বন্দ্ব রয়েছে। যদিও মমতা আগেই বলে দিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্যে তিনি জোটে আসেননি। দেশকে বিজেপি (BJP) শাসনমুক্ত করাই তাঁর লক্ষ্য।
সব কিছু ঠিকঠাক থাকলে ছয় মাস পরেই হতে চলেছে লোকসভা নির্বাচন। সেই মতই ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরই মাঝে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge) চলতি মাসে চার রাজ্য সফরে যাচ্ছেন বলে খবর। তালিকায় রয়েছে ছত্তিশগড়, তেলঙ্গানা, মধ্যপ্রদেশ এবং রাজস্থান। কবে কোন রাজ্যে তিনি সফর সারবেন সেই ঘোষণাও করা হয়েছে (Mallikarjun Kharge States Visit)।
১৩ আগস্ট খাড়্গে যাবেন ছত্তিশগড়। ১৮ আগস্ট তেলঙ্গানা, ২২ আগস্ট মধ্যপ্রদেশ এবং ২৩ আগস্ট রাজস্থান। এই সফরকালে তিনি রাজ্যবাসীদের উদ্দেশে ভাষণও দেবেন।