নয়াদিল্লিঃ বলিউডে (Bollywood) ফের বিচ্ছেদের গুঞ্জন। মঙ্গলবার থেকেই হঠাৎ চর্চায় ছোটপর্দার তারকা দম্পতি জয় ভানুশালী (Jay Bhanushali)ও মাহি ভিজ (Mahhi Vij)। শোনা যায় নাকি ঘর ভাঙতে চলেছে এই জুটির। আলাদা হয়েছে ছাদ। ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে নাকি সন্তানদের কাস্টাডি নিয়েও আলোচনায় দম্পতি। সত্যিই কি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা? জবাব দিলেন মাহি।
মাহি সাফ জানিয়েছেন, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। এই প্রসঙ্গে মাহির দাবি, আগামীতে এই ধরনের ঘটনা ফের ঘটলে তিনি আইনি সাহায্য নেবেন। শুধু তাই নয়, অভিনেত্রীর কথায়, " যদি এমন কিছু হয়েও থাকে তা আমি আপনাদের কেন বলব? আপনি কি আমার পরিবারের সদস্য? আপনি কি আমার উকিলের টাকাটা দেবেন? লোকেরা কেন কারও বিবাহবিচ্ছেদ এবং আলাদা হওয়াকে এত বড় সমস্যা করে তোলে বুঝি না।" প্রসঙ্গত, এই প্রথম নয় চলতি বছরের জুলাই মাসেও একবার জয়-মাহির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু হয়। উল্লেখ্য, কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০১১ সালের ১১ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন জয় ও মাহি। এরপর ২০১৭ সালে ছেলে রাজবীর ও মেয়ে খুশিকে দত্তক নেন তাঁরা। ২০১৯ সালে ফের তাঁদের কোল আলো করে আসে মেয়ে তারা।
সত্যিই কি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেতা জয় ভানুশালী? মুখ খুললেন স্ত্রী মাহি
‘False Narratives’: Mahhi Vij Slams Divorce Rumours With Jay Bhanushali; Actress Warns of Legal Action Over Fake Reports After 14 Years of Marriage (View Post)#MahhiVij #Divorce #DivorceRumours #JayBhanushali @imjaybhanushali
— LatestLY (@latestly) October 29, 2025