নাগপুর, ৯ মার্চঃ বিজেপির সভায় পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু হল এক মহিলার। আহত বহু। শনিবার সকালে মহারাষ্ট্রের (Maharashtra) নাগপুরে (Nagpur) একটি সভার আয়োজন করেছিল ভারতীয় জনতা পার্টি (BJP)। সেখানে নির্মাণকর্মী বা রাজমিস্ত্রিদের জন্যে প্রয়োজনীয় জিনিসপত্র দানের আয়োজন করা হয়। জিনিস বিলির সময়ে আচমকা হুড়োহুড়ি শুরু হয়। আর তাতেই পদদলিত হয়ে মৃত্যু হয়েছে বছর ৫০-এর ওই প্রৌঢ়ের।
আরও পড়ুনঃ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অরুণাচল প্রদেশের বিজেপি বিধায়ক
ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে মহারাষ্ট্র রাজ্য বিজেপির তরফে নাগপুরের রেশিমবাগ এলাকায় একটি সভা এবং নির্মাণকর্মীদের প্রয়োজনীয় জিনিস বিলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সভার মাঝে সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জিনিসপত্রের দান শুরু হতেই ক্রমে ভিড় বাড়তে থাকে এলাকায়। এদিকে ভিড় সামলাতে নাজেহাল আয়োজকরা। হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হন ওই প্রৌঢ়।
জানা গিয়েছে, মৃত মহিলার নাম মনু তুলসিরাম রাজপুত। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। আহত হয়েছেন আরও অনেকে। তৎক্ষণাৎ প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মহিলাকে দেখা মাত্রই তাঁকে মৃত বলে জানিয়ে দেয় চিকিৎসক।