নয়াদিল্লিঃ মহারাষ্ট্রের সড়কের যানজট নতুন নয়। কিন্তু এবার জাতীয় সড়কে যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল মহিলার। জানা গিয়েছে, মৃতার নাম ছায়া পুরব। বয়স ৪৯। মহারাষ্ট্রের পালঘরের মধুকরনগর এলাকার বাসিন্দা। রবিবার বাড়ির কাছেই গায়ের উপর গাছ পড়ে আহত হন তিনি। কোমর, কাঁধ ও মাথায় গুরুতর চোট পান। প্রথমে তাঁকে পালঘরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে ট্রমা কেয়ার না থাকায় তাঁকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে স্থানান্তর করা হয়। অ্যাম্বুল্যান্সে করে তাঁকে ওই হাসপাতালেই নিয়ে আসা হচ্ছিল। কিন্তু ৪৮ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের কারণে আটকে পড়ে অ্যাম্বুল্যান্স। সেই যানজটের কারণেই মৃত্যু হয় তাঁর, এমনটাই দাবি পরিবারের। মৃতার স্বামী কৌশিক পুরব জানান, দুপুর ৩ টে নাগাদ পালঘর থেকে ছায়াকে নিয়ে রওনা দেয় অ্যাম্বুলেন্স। কিন্তু তীব্র যানজটের কারণে তিন ঘণ্টায় অর্ধেক পথ আসতে পারে ওই অ্যাম্বুল্যান্স। রোগীকে অ্যানাস্থেসিয়া দিয়ে রাখা হয়েছিল। কিন্তু সময় এগোতে থাকলে অ্যানাস্থেসিয়ার প্রভাব কাটতে শুরু করে। যন্ত্রণায় ছটফট করতে থাকেন ছায়া। বাধ্য হয়ে তাঁকে হিন্দুজা হাসপাতাল থেকে প্রায় ৩০ কিলোমিটার আগে, মীরা রোডের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ! তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কৌশিক পুরব বলেন, "আর ৩০ মিনিট আগে হাসপাতালে পৌঁছতে পারলে এই ঘটনা ঘটত না।"
জাতীয় সড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সে আটকে প্রাণ গেল রোগীর
"Screamed In Pain": Maharashtra Woman Dies In Ambulance Stuck In NH 48 Jam https://t.co/TlcnPleiYZ pic.twitter.com/ujWB5rOxIv
— NDTV (@ndtv) August 10, 2025