Photo Credits: Pixabay

লখনউ: ফেসবুক বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করতেই ৬৭,০০০ টাকা গায়েব। লখনউয়ের মধ্যগঞ্জে নীতিন কুমার গুপ্ত রবিবার ফেসবুক স্ক্রোল করার সময় একটি বিজ্ঞাপন দেখেন, প্রতি কেজি আমন্ড ২৭৯ টাকা। এই অফার দেখে তিনি বাদাম কিনতে লিঙ্কটিতে ক্লিক করেন। এরপর তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়।

আরও পড়ুন : TikTok: টিকটককে যে অপরাধে ৩৭ কোটি ডলার জরিমানা

নীতিন কুমার বলেন, ‘বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করতেই আমার ফোন হ্যাং হয়ে গিয়েছিল। তখন আমি ফেসবুক বন্ধ করে দিয়েছিলাম, পরের দিন আমার অ্যাকাউন্ট থেকে ৬৭,০০০ টাকা কেটে নেওয়ার একটি বার্তা আসে। ’ পুলিশের সহায়তায়, তিনি ৩৩,৫০০ টাকা ফেরত পেতে সক্ষম হয়েন। কিন্তু পুরো টাকা এখনও ফেরত পাননি। পুলিশ জানিয়েছে, এফআইআর দায়ের করা হয়েছে এবং সাইবার সেলের সহায়তায় অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।