Amit Shah (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৭  মে: ইভিএম মেশিনকে দোষারোপ করে আগামী ৪ জুন সাংবাদিক সম্মেলন করবেন কংগ্রেস (Congress) নেতারা। সোমবার কংগ্রেসকে একহাত নিয়ে এভাবেই বিষোদগার করে অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৪ জুন কংগ্রেস নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করবেন। সেখানে তাঁরা ইভিএম মেশিনকে দোষারোপ করেই যাবতীয় মন্তব্য করবেন। শুধু তাই নয়, ৪ জুনের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে 'নিজের চাকরি হারাবেন' বলেও কটাক্ষ করেন অমিত শাহ।

আরও পড়ুন: Amit Shah: পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই থাকবে! নির্বাচনী জনসভায় কড়া বার্তা অমিত শাহ

শুনুন কী বললেন শাহ...

 

বিজেপির এই প্রথম সারির নেতা বলেন, ৪ জুন রাহুল গান্ধীর দল গোটা দেশে ৪০টির বেশি আসন পাবে না। সেই সঙ্গে অখিলেশ যাদবের দলও ৪টির বেশি আসন পাবে না। ৪ জুন নরেন্দ্র মোদী, বিজেপি এবং এনডিএ জোটের জয় প্রত্যেকে দেখতে পাবেন বলেও সোমবার জোর গলায় দাবি করেন অমিত শাহ।

এসবের পাশাপাশি শাহ আরও বলেন, রাহুল গান্ধী  এবং অখিলেশ যাদবের মত সোনার চামচ মুখে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মাননি। তাই তিনি মানুষের দুঃখ, কষ্টের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারেন।