সকালে ভোট গণনা শুরু হতেই ক্রমশ নিজের লোকসভা কেন্দ্র বারণসী (Varanasi) থেকে পিছিয়ে পড়েছিলেন মোদী। প্রায় ৬ হাজার ভোটে এগিয়ে গিয়েছিলেন কংগ্রেসে অজয় রাই। তবে বেলা গড়াতেই হিসাব বদলাতে শুরু করে। অজয়কে পিছনে ফেলে তরতর করে এগিয়ে চলেন নমো। দুপুর ২ পর্যন্ত রিপোর্ট বলছে, ১ লক্ষ ২৭ হাজার ৫৮৪টি ভোটে এগিয়ে রয়েছেন বারাণসীর বিজেপি প্রার্থী তথা প্রধানমন্ত্রী।
আরও পড়ুনঃ ‘স্মৃতি’হারা হতে চলেছে আমেঠি, কিশোরীলালের ‘হাত’ ধরে গান্ধী গড় ফেরার ইঙ্গিত
নিজের কেন্দ্র বারাণসী জয়ের দিকে মোদী এগোলেও দিল্লির কুর্সিতে তাঁর আসন নিয়ে সংশয় তৈরি হয়েছে। বেলা যত গড়াচ্ছে ভোট গণনার ফলাফল তত চমতপ্রদ হয়ে উঠছে। মোদীর এনডিএ জোটের (NDA) সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিরোধীদের ইন্ডিয়া জোট (I.N.D.I.A Alliance )। চব্বিশের লোকসভায় ৪০০ আসন পারের অঙ্গীকার নিয়ে নির্বাচনে নেমেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে এখনও অবধি ভোট গণনার যা গতি তাতে সেই লক্ষ্যে ছেদ পড়লেও পড়তে পারে। দুপুর ২টো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে, এনডিএ জোট যেখানে ২৯৩ আসনে এগিয়ে, সেখানে ইন্ডিয়া জোট ২২৮ আসনে এগিয়ে। মোদীর এনডিএ-কে জোর টক্কর দিচ্ছে বিরোধী জোট।
বারাণসী জয়ের লক্ষ্যে মোদী...
Varanasi: Narendra Modi ahead by 12,7584 votes#ElectionResults #BigBreaking #Parliament #Loksabha #BJP #congress #election2024 #INDIAAlliance #LoksabhaElections2024 #LS2024 @BJP4India #varanasielection2024#loksabhaelection2024 #election2024 #Awazthevoice #ElectionsResults… pic.twitter.com/lWSz1EslPy
— Awaz-The Voice (@AwazThevoice) June 4, 2024