Presidents Rule in Manipur (Photo Credit: X)

নয়াদিল্লি: গতকাল গভীর রাতে সংসদে মণিপুরে রাষ্ট্রপতি শাসন (Presidents Rule) জারির প্রস্তাব পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, ‘সরকার অশান্ত উত্তর-পূর্ব রাজ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সম্ভাব্য সকল পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, গত চার মাসে মণিপুরে (Manipur) কোনও সহিংসতা ঘটেনি। শান্তিপূর্ণ সমাধানের জন্য মেইতেই এবং কুকি উভয় সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চলছে। তিনি আরও বলেন, রাজ্যের হাইকোর্টের আদেশের পর মণিপুরে অশান্তি শুরু হয়। যেদিন আদেশ আসে, আমরা বিমানপথে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিলাম। আমাদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনও বিলম্ব হয়নি। ২০২৩ সালের মে মাসে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত ২৬০ জন মারা গিয়েছেন এবং তাঁদের ৮০ শতাংশই প্রথম মাসের মধ্যেই প্রাণ হারিয়েছেন।’

মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় গত ফেব্রুয়ারি মাসেই ইস্তফা দিতে বাধ্য হন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। তার পর সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়।নিয়ম অনুযায়ী, কোথাও রাষ্ট্রপতি শাসন জারি হলে দু’মাসের মধ্যে সংসদীয় অনুমোদনের প্রয়োজন হয়।

গতকাল গভীর রাতে লোকসভায় মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টি পাশ হয়। দলমত নির্বিশেষে সংসদে বেশিরভাগ সদস্য মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্তকে সমর্থন করেছেন, তবে অনেক সদস্য মণিপুরের পরিস্থিতির জন্য বিজেপি শাসিত কেন্দ্রের সমালোচনা করেছেন।