Kolkata: দূষিত শহরের তালিকায় ১২ তম স্থানে তিলোত্তমা, শীর্ষে কোন শহর? জেনে নিন
Kolkata (Photo Credit: Pixabay)

কলকাতা: তিলোত্তমায় দূষণের মাত্রা অত্যধিক বেড়ে গিয়েছে। ভারতের ঘনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে একটি কলকাতা (Kolkata), যানবাহন, নির্মাণশিল্প, দেদার বৃক্ষনিধনের মতো বিভিন্ন কারণে দূষণে জেরবার তিলোত্তমা। ২০২৪ সালের এপ্রিল মাসের রিপোর্ট অনুসারে দূষিত শহরের তালিকায় ১২ তম স্থানে রয়েছে সিটি অফ জয়।

আরও পড়ুন : Lok Sabha Election 2024: ভোট পরবর্তী হিংসায় রক্ত ছড়ল মুর্শিদাবাদে! আহত শিশুসহ ৫ জন

সম্প্রতি সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (Centre for Research on Energy and Clean Air) দ্বারা পরিচালিত রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। আসানসোল দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং দুর্গাপুর চতুর্থ স্থানে রয়েছে। উল্লেখযোগ্যভাবে, পাটনা তালিকার শীর্ষে রয়েছে এবং দিল্লি পঞ্চম স্থানে রয়েছে।